নিউজ রিপোর্টার’ সৈয়দ কাসেম;- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ জেলা ওলামা লীগের সভাপতি মনিরুজ্জামান এবং তার সহযোগী মাসুদ উল্লাহকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ভাদুঘরে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে এনএসআই -এর উপপরিচালক মো. আবু নাহিয়ান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যোবায়ের হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভাদুঘর এলাকায় মনিরুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় ছোরা, দুটি কিরিজ, দুইটি রামদাসহ বেশকিছু মাদকদ্রব্য এবং মাদকের খালি বোতল উদ্ধার করা হয়। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।