ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ- বার্তা ডেস্ক  নিজস্ব প্রতিবেদক। ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার বিকেলে আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, যাত্রী সেবার মান বাড়াতে আগামী ২ বছরের মধ্যে দেশে ৫শ কোচ ও ১শ ইঞ্জিন আনা হবে। এর মধ্যে চলতি বছরের জুন মাসেই আসবে ২শ কোচ। তিনি আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায়, আখাউড়া-লাকসাম রেলপথ প্রকল্পে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে গঙ্গাসাগর পর্যন্ত এবং আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনশেষে এ কথা বলেন।

     এ সময় তিনি আরো বলেন, সমস্ত দেশের রেল ব্যবস্থা পর্যায়ক্রমে ব্রডগ্যাজ করা হবে। এছাড়ও নির্ধারিত সময়ের মধ্যেই রেল পথের উন্নয়নে গৃহিত প্রকল্পগুলোর কাজ সমাপ্ত হবে বলে তিনি এ  ব্যক্ত করেন।

                      এ সময় তার সাথে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *