ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ নিজস্ব প্রতিবেদক ঃ-
প্রতিবন্ধীদের স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন এর আয়োজনে “আন্তর্জাতিক হুইল চেয়ার ক্রিকেট সিরিজ” এর উদ্বোধনী অনুষ্ঠান।
আগামী ৫ই মে ২০১৮ ঢাকায় সকাল ১১ঘটিকা বাংলাদেশ-ভারত অান্তর্জাতিক হুইল চেয়ার T-20 ক্রিকেট সিরিজের পূর্বে বাংলাদেশ টিমের অনুশীলন ও পরামর্শ সভা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত হবে।
সবার দোয়া ও শুভ কামনা থাকলে ২০১৭ সালের দিল্লী জয়ের মতো এবারো অামরা জয়ী হবো ইনশাল্লাহ্।এ আশা পুষণ ব্যক্ত করেন প্রতিবন্ধীদের স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন এর সভাপতি মো:মুন্না আজিজ।
০২ মে বিকেল ৪ ঘটিকা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস্ এ, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, জননেতা র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি উনার সার্বিক তত্বাবধানে এবং ড্রিম ফর ডিসএবিলিটির উদ্যোগে, “বাংলাদেশ বনাম ভারত” আন্তজার্তিক হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট সিরিজ আয়োজিত এর সভা ও আলোচনার অনুুষ্ঠান, অনুষ্ঠিত হবে।
আগামী ০৫মে হতে ০৭মে ২০১৮ইং পর্যন্ত বাংলাদেশ বনাম ভারতের শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার ক্রিকেট দলের মধ্যকার দ্বি-পাক্ষিক হুইল চেয়ার ক্রিকেট সিরিজ ও দ্বি-পাক্ষিক সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং উদ্বোধক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জান উপস্থিত থাকবেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।