সৈয়দ কাসেম প্রতিবেদনঃ
আজকে এইদিনে ব্রাহ্মণবাড়িয়াবাসী সহ সারা বাংলাদেশ হারালো আরেকটি নক্ষত্র! “
২০০৬সালে (১৬সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের মানুষকে কাঁদিয়ে চিরতরের জন্য মহান রাব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে পরকালে চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়া তথা সারা বাংলাদেশের (বড় হুজুর) রাইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম রাহিমাহুল্লাহ। বড় হুজুর শুধু মুসলিমদের বড় হুজুর ছিলেন না! উনার আদর্শ, তাকওয়ায় মুগ্ধ ছিলেন সকল ধর্মের মানুষ। সেজন্য উনি সকলের কাছে বড় হুজুর হিসেবে পরিচিত ছিলেন।
আল্লামা সিরাজুল ইসলাম (বড় হুজুর) ব্রাহ্মণবাড়িয়ার মাঝে কয়েকটি জিনিস রেখে গেছেন! তারমধ্যে অন্যতম হলো! ভাদুঘর অবস্থিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, জামিয়া সিরাজিয়া দারুল উলুম জাদুঘর। আর বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার (বড় হুজুর) আল্লামা মনিরুজ্জামান সিরাজী (দাঃবাঃ) কে।