ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ- মোঃ নাসির উদ্দীন। আমরা বন্ধু ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের পক্ষ হতে:- আলহাজ্জ্ব আমির হোসেনের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা।
আমাদের বন্ধু আলহাজ্জ্ব আমির হোসেন, বর্তমান আশুগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।
একটা সময় ছিল আমরা যখন স্কুল জীবনে গ্রুপ স্টাডি করতাম তখন আমির হোসেন মধ্যপাড়া ওর বোনের বাড়িতে থেকে পড়াশোনা করতো। আমরা বন্ধুরা অর্থাৎ আমি, রুহুল, সেলিম, রেজুয়ান, সুমন দেব নাথ, জুয়েল ভাই (মৃত, আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুন) উত্তম, আলিমসহ নাম মনে না থাকা আরও অনেক বন্ধুরা সমবেত হয়ে আমির হোসেনের বোনের বাড়িতেই ( শান্তিবাগ হাজী ভবন) দিন রাত আড্ডায় মেতে উঠতাম।
সময়ের পরিবর্তনে আমরা সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি।
শত ব্যস্ততার পরও আমরা একে অপরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি।
আমাদের বন্ধু আমির হোসেন, আমরা বন্ধু ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের- প্রধান উদ্যোক্তা ও প্রধান প্রতিষ্ঠাতা।
আশুগঞ্জ উপজেলা পরিষদের একজন সফল ভাইস চেয়ারম্যান।
এবারও আমাদের বন্ধু তার দল থেকে আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। দলমত নির্বিশেষে আমরা বন্ধু ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সকল বন্ধুদের ও আশুুুুগন্জবাসির সবার কাছে সহযোোগিতা ও দোয়া কাম্য।
বন্ধু আমির হোসেনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করে আগামী ৫বছর জনগণের সেবা করার জন্য সুযোগ করে দিতে এগিয়ে আসুন এবং আমরা বন্ধু সংগঠনের বন্ধুদের পাশাপাশি অন্যান্য বন্ধুরাও আমাদের বন্ধু আমির হোসেনের জন্য সহযোগিতা প্রত্যাশা করছি।
বিঃদ্রঃ> লেখাটি আমার খুবই প্রিয় নিকটতম সহকর্মী (বন্ধু+সাংবাদিক) এবং “আমরা বন্ধু ব্রাহ্মণবাড়িয়া” সংগঠনের, সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়ার- সবার প্রিয় সংগঠন চারুকণ্ঠ আবৃত্তি সংসদের পুরাতন সদস্য Sohel Ahad এর ফেসবুক থেকে সংগ্রহীত।