ব্রাহ্মণবাড়িয়া.প্রেস:- মো. আজহার উদ্দিন।আশুগঞ্জে চিকিৎসা সেবার মান আরো উন্নত করতে ও রোগীদের চিকিৎসা সেবার মান আরো বাড়াতে আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে যুক্ত করা হলো ডিজিটাল এক্সরে মেশিন।

শুক্রবার(২৩ই অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আশুগঞ্জ পশ্চিম বাজার ব্রীজ সংলগ্ন আজিজ প্লাজায় আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের ডিজিটাল এক্সরে মেশিনের শুভ উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শেউলী আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ ফাইজুর রহমান ফয়েজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান কবীর, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, আশুগঞ্জ টেলিভিশন র্জানালিস্ট এসোসিয়শনের সভাপতি আক্তারোজ্জামান রঞ্জন, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ আহমেদ রনি, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ইসহাক সুমনসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা ও আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতার্কমীরা উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিরা বলেন, ডাক্তার ফয়েজ আশুগঞ্জের মানুষদের দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যার সরুপ রোগীদের জন্য আজ ডিজিটাল এক্সরে মেশিনের ব্যবস্থা করেছেন তিনি। এখন আর ভৈরব যেতে হবে এক্সরের জন্য আশুগঞ্জে অল্প টাকায় করতে পারবেন। ডাক্তার ফয়েজের এই চেষ্টাকে সাধুবাদ জানিয়েন তারা।

তাছাড়া আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের শুভাকাংখী ও কর্মচারীবৃন্দরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন চর চারতলা ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব কাজী মোঃ মহিউদ্দিন মোল্লা।

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *