ব্রাহ্মণবাড়িয়া.প্রেস:- নিজেস্ব প্রতিবেদক।ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা মেম্বারের ছেলেকে প্রাণ নাশের হুমকি দেয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও প্রততিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সুলতানপুর ইউপির ৭,৮,৯ ওয়ার্ডের মহিলা সদস্য অভিযোগ করে বলেন, নির্বাচনী মতবিরোধ নিয়ে আমার ছেলে হৃদয়ের উপর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলি ক্ষোপ বজায় রেখেছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর তিনি আমাদের বাড়ির সামনে এসে আমাদেরকে ডেকে আমার ছেলে হৃদয়কে প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
মানবন্ধনে ওই নারী ইউপি সদস্যর ছেলে শফিকুল ইসলাম হৃদয়, স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া, নাজমুল আহমেদ খান, শেখ সানু, শিশু মিয়াসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।