ব্রাহ্মণবাড়িয়া.প্রেস: বার্তা রিপোর্ট।
মামলা মোকদ্দমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৬জনকে কুপিয়ে হত্যাচেষ্টার পাশাপাশি বসত ঘর ক্ষতিগ্রস্ত এবং মালামাল লুট করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
গত ৮ অক্টোবর সকাল ১০টায় পৌর এলাকার পূর্ব কান্দিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটেছে।
পূর্ব কান্দিপাড়ার মৃত মাহবুবুর রহমানের পুত্র মোঃ সুমন মিয়া বাদী হয়ে থানায় রুজুকৃত মামলা নং-১৯, তাং ০৮.১০.২০১৯ এর এজাহারের সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, মামলা মোকদ্দমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মাইমল হাটির মোঃ মেহের মিয়া, মোঃ খোকন মিয়া, মোঃ সুকন মিয়া, মোঃ শিপন মিয়া, মোঃ লালেম মিয়া, মোঃ জুয়েল মিয়া, রাজকুমার প্রকাশ রাজকু, সাগর মিয়া, সোয়েম মিয়া, মোঃ বিশাল মিয়া, মোছাম্মত রত্না বেগম, মোছাম্মত জোনাকী বেগম, মোছাম্মত আরিনা বেগম এই ১৩ জনসহ আরও অজ্ঞাতনামা ৫/৬ জন পরস্পর যোগসাজশে গত ৮ অক্টোবর সকাল ১০টায় বিভিন্ন ধরণের অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়ীর উঠান ও রাস্তায় পৌছে বাদীর পরিবারের সদস্যদের খুন পরিকল্পনায় বসত ঘরের চাল, বেড়া, আউডা পর্দা কুপিয়ে তছনছ করে এবং রাম দা দিয়ে কুপিয়ে এবং অস্ত্রের আঘাত করে ও পিটিয়ে বাদীর ভাই মোঃ লিটন মিয়া, পরিবারের সদস্য মো: শিব্বির মিয়া, মোঃ হেলেনা বেগম, মোঃ ইয়ামুল মিয়া, মোছাম্মত প্রীতি বেগম, শিশু বাচ্চা মোছাম্মত মেহেরিন কে গুরুতর আহত করে। আহতদেরকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।
মামলার বাদী জানান, তার ভাই আহত লিটন মিয়ার ডান চোখের অবস্থা আশঙ্কাজনক। তিনি দেখতেই পাচ্ছেন না। এছাড়াও আসামীরা মামলা তুলে নেয়ার জন্য বাদীপক্ষকে বিভিন্নভাবে হুমকী-ধমকী দিচ্ছে। বর্তমানে বাদীসহ পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।