কাদিয়ানীদের বিরুদ্ধে কর্মসূচি ঘোষনা…..
আজ জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ায় মিটিংয়ে এদারায়ে তালিমীয়াসহ শীর্ষ মুরব্বিদের সম্মিলিত সিদ্ধান্ত….
১. আগামী সোমবারে সকল দশটায় মেড্ডা থেকে কাউতলী পর্যন্ত রাস্তার দুই পাশে মানববন্ধন হবে এজন্য এদারার সমস্ত মাদ্রাসা সোমবারে বন্ধ ঘোষণা করা হলো।
২. আগামী বৃহস্পতিবার ১১ টায় প্রত্যেক থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
৩. আগামীকাল জুমার বয়ানে কাদিয়ানীদের
অপতৎপরতার ব্যপারে প্রত্যেক মসজিদের খতিবগণকে জোড়ালো আলোচনা করার নির্দেশ।
৪ / জামিয়া ইউনুছিয়ার মাহফিলের পরে আল্লামা আহমদ শফি (দাঃ বাঃ) এর উপস্থিতিতে
কাদিয়ানীদের কে অমুসলিম ঘোষণার দাবীতে মহাসমাবেশের আয়োজন করা।
#বিশেষ দ্রষ্টব্যঃ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রত্যেক মাদ্রাসা এবং এলাকা ভিত্তিক ফেস্টুন ব্যানার করে নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশত্রুমে এদারায়ে তালিমিয়া বি বাড়িয়া শীর্ষস্থানীয় মুরুব্বীগণ।