ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ- স্বেচ্ছায়কৃত রক্তদাতার সংগঠন, ক্বওমি ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া।

বৃহস্পতিবার বিকাল ৪ঘটিকা হইতে ‘’ দারুল উলুম মুফতী আমিনী রহ._এর মাদরাসায় ক্বওমি ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনাকারীর সকল স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে বিশেষ মতবিনিময় সভা উনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা সভাপতিত্ব করেন(!) ক্বওমি ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার আমির হাফেজ মাও. জুনাঈদ কাসেমী।

রক্তের অভাবে হারাবেনা প্রাণ…এই স্লোগান নিয়ে বিগত ৭মাস ধরে কার্যক্রম শুরু হয়েছিল ক্বওমি ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার পথচলা। ক্বওমি ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবীদের ইচ্ছা রক্তে প্রয়োজনি মানুষদের জন্য কিছু একটা করা। ক্বওমি ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার সকল স্বেচ্ছাসেবীদের নিয়ে রক্তের অভাবে একটি জীবন্তপ্রাণ হারাতে দিবোনা সে পথে প্রতিজ্ঞা করা। তারই ধারাবাহিকতায় একঝাক তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে প্রাণের রক্তদাতার সংগঠন ক্বওমি ব্লাড ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবীদের আলোচনা সভায় বসা।

মতবিনিময় সভায় কিভাবে সামনে ক্বওমি ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে ব্যাপক আকাঁড়ে রক্ত ক্যাম্পিং ও রক্ত সংগ্রহ করা যায় সে বিষয়ে আলোচনা হয়।

বার্তা প্রেরক…
এইচ এম সৈয়দ কাসেম

By khobor

One thought on “ক্বওমি ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার মতবিনিময় সভা উনুষ্ঠিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *