ব্রাহ্মণবাড়িয়া অবৈধ সরকারি গ্যাসের সংযোগকারী মহসিন মেম্বারের অপরাধ দেখার যেনো কেউ নাই।
ব্রাহ্মণবাড়িয়া সদর সুহিলপুর ইউনিয়ন ঘাটুরা গ্রামের লালু খন্দকারের ছেলে মহসিন খন্দকার (মেম্বার) অবৈধ গ্যাস সংযোগ সহ একাধিক অপরাধের ডন হিসেবে পরিচিত, সে বেশিদিন হয়নি মানুষের বাড়ির বাজার করে পেট্রোল পাম্পে কাজ করে গাড়ি পরিষ্কার করে রুজি রুজগারের আয় করার ইতিহাস।
সে কি করে অল্পদিনে কোটি কোটি টাকার গাড়ী-বাড়ির মালিক হয় সেটা তার এলাকাবাসীর মনে প্রশ্ন জেগেছে। শুনা গেছে প্রশাসনের কাছে তার অবৈধ ইনকামের রাস্তায় অবৈধভাবে সরকারি গ্যাস সংযোগ দিয়ে কালো টাকার একাধিক তথ্য ও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এতো অভিযোগ থাকা সত্বেও তার কালো টাকার কাছে তার কাছে আইন বিক্রি হয়ে গেছে।
এলাকা বাসীর অভিযোগ মহসিন খন্দকার একজন ভূমিদস্যু, জোর করে অন্যের সম্পত্তি জবর দখলে মানুষের কাছ থেকে অবৈধভাবে গ্যাসের লাইন দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ এর একাধিক অভিযোগ রয়েছে। প্রকাশ্যে তার বিরুদ্ধে অভিযোগ থাকার সত্বেও প্রশাসন তার কালো টাকার কাছে নিরব ভূমিকা পালন করছে। প্রশাসনের নিরব ভূমিকার কারণে প্রশাসনের প্রতি ভুক্তভোগীদের আস্থা হারাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।