ব্রাহ্মণবাড়িয়া প্রেস; ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ছাত্রনেতা মাওলানা জুনায়েদ কাসেমী’র আহ্বানে ( বৃহস্পতিবার ) দুপুর ১২ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত পশ্চিম মেড্ডা খয়াসার এলাকায় অবস্থিত আল-ফজল ইসলামিয়া মাদ্রাসায় উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেন।

উক্ত আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধিসহ প্রায় দুই শতাধিক তরুণ ও যুবক আলেমদের উপস্থিতিতে সকলের পরামর্শক্রমে অরাজনৈতিক ভাবে তরুণ এবং যুবকদেরকে সংগঠিত করার লক্ষে যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়া নামে একটি অরাজনৈতিক সংগঠন গঠন করা হয়েছে বলে জানা গেছে। সংগঠনটির আমীর হিসেবে মাওলানা জুনায়েদ কাসেমী’কে উপস্থিত সকলের সর্বসম্মতভাবে নির্ধারণ করা হয়েছে।

যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার নবনিযুক্ত আমীর মাওলানা জুনায়েদ কাসেমী “ব্রাহ্মণবাড়িয়া প্রেস’কে বলেন, আমরা ইসলাম ও দেশের স্বার্থে ব্রাহ্মণবাড়িয়া তরুণ ও যুবকদেরকে নিয়ে সঙ্গবদ্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় শীর্ষ আলেমদের পরামর্শক্রমে সকল বাতিলদের সাথে মোকাবিলা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টায় আছি। আমরা সকলকে ঐক্যবদ্ধ করে সকল সহযোগীদের উন্মুক্ত ভাবে পরামর্শক্রমে জাতীয় কোনো ইসলামি রাজনৈতিক দলের সাথে যোগদান করা আমাদের ইচ্ছে আছে। তবে সেটা শক্তিশালী ভাবে সঙ্গবদ্ধ হয়ে। আমরা আগামী মিটিংয়ে সংগঠনের সাংগঠনিক কাঠামো তৈরি ও যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার পরবর্তী কার্যক্রম তৈরি করবো, ইনশাআল্লাহ।

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *