রূপা
রুদ্র মোহাম্মদ ইদ্রিস
***********************
তুমি পাশে বসলেই
কুসুমগন্ধী শ্রান্তি এসে ঘুম পাড়িয়ে দেয় আমায়
ক্লান্তিগুলো ভ্রান্তিকে বগলে চেপে চলে যায় দূরে বহু দূরে
তুমি পাশে বসলেই
দৃষ্টিতে শুরু হয় সৃষ্টির বৃষ্টি
আমি ভিজতে থাকি তোমার নিঃশ্বাসের বারুদে
আমার সমস্ত অস্তিত্বের মাঝে, প্রতিটি রক্ত কণিকায় দ্রুত বেগে হাঁটতে থাকে তোমার
কল্পনার সবকয়টা রং
তুমি পাশে বসলেই আমি অমানুষের খোলস ছেড়ে মানুষ হয়ে যাই।
২০ ফেব্রুয়ারি ২০১৯.
ব্রাহ্মণবাড়িয়া।