ব্রাহ্মণবাড়িয়া.প্রেস:- মোঃ আজহার উদ্দিন।ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর রহিমা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সোয়া ৭টায় উপজেলার সদরের দাঁতমন্ডলে সড়কের উত্তর-পশ্চিম পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। রহিমা বেগম ওই এলাকার মৃত গোলাম হোসেন ভূইয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, গতকাল শনিবার রাত ৮টার পর থেকে বৃদ্ধা রহিমা নিখোঁজ ছিল৷ ওই মহিলা রাতের খাবার খেয়ে বাসা থেকে বের হয়েছিল। তারপর সকালে স্থানীয়রা সড়কের পাশে একটি ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহের শরীরের পিঠে একই রকমের ৮টি আঘাতের চিহ্ন আছে। বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। বিকালে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *