নাসিরনগরে রোগীর চিকিৎসার ক্ষেত্রে জরুরী এন্টিবায়োটিক ব্যবহার করতে পারবে না পল্লী চিকিৎসকরা। মহামান্য উচ্চ আদালতের এমন নির্দেশনার প্রেক্ষিতে। বৃহস্পতিবার বেলা আড়াই ঘটিকার সময়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের পল্লী চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীরা স্থানীয় আধুনিক হাসপাতালের কমিউনিটি সেন্টারে বিধুভূষন চৌধুরীর সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক আক্কাছ আলী, ইদ্রিছ আলী,আব্দুল করিম,রফিকুজ্জামান সহ আরো অনেকেই। রফিকুজ্জামান বলেন আমরা আইনের প্রতি শদ্ধাশীল। একজন রোগী অসূস্থ হওয়ার সাথে সাথে ও মৃত্যুর পূর্বে সর্বপ্রথম পল্লী চিকিৎসকের স্মরণাপন্ন হয়। মাঝের সময়টা রেজিঃ চিকিৎসকের নিকট যান। তিনি বলেন শিক্ষিত বেকাররা চাকুরী না পেয়ে এই পেশায় এসে পরিবার পরিজন নিয়ে জীবন ধারণ করেন। কিন্তু সরকার এক তরফা আইন না করে বরং পল্লী চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন। এ বিষয়ে নাসিরনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অভিজিৎ রায় বলেন মহামান্য উচ্চ আদালত এ বিষয়ে ঢাকা ড্রাগ সুপারকে নির্দেশনা দিলে সিভিল সার্জনের নিদের্শে আমি তাদের অবহিত করে সকলে মিলে আমার সাথে হাসপাতাল হল রুমে মিটিং করার পরামর্শ দেই। কিন্তু তারা আমাকে না জানিয়ে এ ভাবে মিটিং এ বসেছে বিষয়টি আমার জানা নেই। তিনি আরো বলেন একজন রোগী পল্লী চিকিৎসকের কাছে গেলে তারা প্রথম ধাপের ঔষধ প্রয়োগ না করে ৪র্থ ধাপের ঔষধ ব্যবহার করে। যার ফলে ওই রোগীর আর চিকিৎসার সুযোগ থাকে না।

  • মোঃ আব্দুল হান্নান

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *