ব্রাহ্মণবাড়িয়া.প্রেস:- পুলিশ সদস্য আব্দুল কুদ্দুসের আত্মহত্যার প্ররোচনার জন্য তার স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতারের দাবি জানিয়েছেন, এইড ফর মেন ফাউন্ডেশন। শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এই দাবি জানায়।
মানববন্ধনের লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ জানুয়ারি রাজধানীর মিরপুরে নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস। আত্মহত্যার পূর্বে পুলিশ সদস্যের ফেসবুকে স্ট্যাটাস থেকে স্পষ্ট যে তার স্ত্রী ও শাশুড়ির মানসিক অত্যাচারের কারণেই এই আত্মহত্যার পথ বেচে নিয়েছেন!
সভাপতি ড. আব্দুর রাজ্জাক খাঁন বলেন নারী-পুরুষ উভয়ই নির্যাতনের শিকার হলেও, পুরুষদের মানসিক স্বাস্থ্য ও আইনি সুরক্ষা দেওয়ার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠান নেই। এর কারণে যদি কেউ প্রাণ হারায়, তবে এর দায় রাষ্ট্রকেই নিতে হবে।
পুলিশ সদস্য আব্দুল কুদ্দুসের আত্মহত্যার প্ররোচনার জন্য স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করা হোক, এই দাবির জন্যই আজকের মানববন্ধন। মানববন্ধনে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিমসহ উপস্থিত ছিলেন আরো সংগঠনের কর্মীবৃন্দরা।