ব্রাহ্মণবাড়িয়া. প্রেসঃ- ডেস্ক বার্তা রিপোর্ট ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী এলাকার বাংলাদেশ ভারত সীমান্তের ২০২৯ পিলারের কাছে ৩১জন নারী-পুরুষ ও শিশু রোহিঙ্গা সীমান্ত রেখায় গত চারদিন ধরে অবস্থান করছে। প্রচন্ড শীত ও ঘন কুয়াশার মধ্যে ধানের জমিতে ক মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাদের। বিষয়টি সমাধানের জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে মধ্যে একাধিক বৈঠক হলেও তা ফলপ্রসু হয়নি ১৮ জানুয়ারি রাত সাড়ে আটটায় বিএসএফ গেইট খুলে নারী পুরুষ শিশুসহ ৩১ জনের একটি দলকে বাংলাদেশে পুশ ইন এর চেষ্টা করে খবর পেয়ে বিজিবি শূণ্য রেখায় আগত দলটিকে থামিয়ে দেয় বিজিবির পক্ষ থেকে বিএস এফ কমান্ডারকে বিষয়টি জানালে তিনি জানান এ বিষয়ে তিনি কিছু জানেন না পরে পরে খোঁজ খবর নিয়ে জানাবেন ।পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়।একাধিক বৈঠক ও অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তের একশ গজের মধ্যে ভারত থেকে আহত দলটির উপস্থিতির ব্যাপারে জিজ্ঞাসা করা হয় এবং তাদের ফিরিয়ে নেবার আহবান জানানো হয়।বিএসএফএর পক্ষ থেকে এ বিষয়ে অপরাগততা প্রকাশ করে বাংলাদেশ থেকে তাদের পুশ ইন করা হয়েছে বলে বিজিবিকে দোষারোপ করে । ভারতীয় কোন প্রমান আছে কিনা বিএসএফ জানতে চায়। স্থানীয় লোকজন কর্তৃক আশ্রয় নেয়া লোকদের কাছ থেকে ইউ এন এইচ আরসি কর্তৃক প্রদও রিফিউজি কার্ড , রিফিউজি সার্টিফিকেট, জম্মু কাশ্মির ইন্টিগ্রেডেট চাইল্ড ডেভেলাভমেন্ট ন্যাশনাল হেলথ মিশন জম্মু এন্ড কাশ্মিরের হেলথ কার্ড সংগ্রহ করেছে যেসব কার্ডের মেয়াদ আরো পাঁচ ছয় মাস পর্য›ত রয়েছে।এসব কার্ডে লেখা রয়েছে জোর পূর্বক তাদের দেশ থেকে বের করা যাবে না।