রিপোর্টার, এইচ এম সৈয়দ কাসেমঃ বাঞ্ছারামপুর দশদোনা উলামা ছাত্র ঐক্য পরিষদের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির জানাযা ও দাফনের জন্য স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিশেষ টিম গঠিত হয়েছে।

টিমের সহকারী প্রধান হফেজ ইসহাক বিন মোবারক ব্রাহ্মণবাড়িয়া প্রেস’কে জানান! বর্তমান ক্রান্তিলগ্নে অন্যরা মাঠে ময়দানে না থাকলেও এই দুঃসময়ে অসহায়, ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে ওলামায়ে কেরামরাই পাশে আছে, তাঁরাই ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথী!

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দশদোনা ছাত্র উলামা ঐক্য পরিষদের কর্তৃক করোনাভাইরাসে আক্রান্ত লাশের জানাজা দাফনে যারা থাকবেন!
হাফেজ দেলোয়ার হোসাইন ( টিম প্রধান), ইসহাক বিন মোবারক ( সহ টিম প্রধান), হাফেজ সাইফুল ইসলাম ( সমন্বয়ক), মাওলানা বিন ইয়ামিন ( সার্বিক সহযোগিতায়), বাকিরা সদস্য! হাফেজ সাজ্জাদ হোসাইন, মোঃ উমর ফারুক, মোঃ সাইফুল ইসলাম, হাফেজ আল আমিন সবুজ, হাফেজ আল আমিন। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন, কাজী মোহাম্মদ আলি।

বাঞ্ছারামপুর সদর এলাকায় করোনা আক্রান্ত মৃত ব্যক্তির জানাযা দাফনের জন্য যোগাযোগের নাম্বার! ০১৩১৭-৬২২২৯৬, ০১৯৩৮-৫৭৮৬০০

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *