ব্রাহ্মণবাড়িয়া.প্রেস:- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজে বিকাশ একাউন্ট খোলার নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা সহকারী অধ্যাপক বাবুল দেব। কলেজের কয়েকজন ছাত্র ছাত্রীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, দ্বাদশ শ্রেণীর যে সকল ছাত্র ছাত্রীরা উপবৃত্তির টাকা পায়- তাদের বিকাশ একাউন্ট খোলার নামে প্রতি জনের কাছ থেকে নগদ ১৫০ টাকা করে হাতিয়ে নিচ্ছে উপবৃত্তি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক বাবুল দেব। তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ, ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়, টেস্ট পরীক্ষা,এক ও দুই বিষয়ে ফেল করলে তাদেরকে টাকার বিনিময়ে পরীক্ষার সুযোগ করে দেওয়া সহ আরও বিভিন্ন অনিয়ম। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক সহকারী অধ্যাপক বাবুল দেবের সাথে মোবাইল ফোনে কথা বললে, তিনি বলেন আমি কলেজের অধ্যক্ষের সাথে আলোচনা করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নিয়েছি। এটা তো অন্যায় কিছু না।কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার সরকার বলেন কিছু খরচ পাতি নিয়েছে আসা-যাওয়ার জন্য। আমি অবগত আছি। এরপরও আমি বাবুল দেবের সাথে কথা বলে আপনদেকে জানাব। এনিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিজয়কৃষ্ণ হালদারের সাথে মোবাইল ফোনে কথা বললে, তিনি সাংবাদিকদের জানান বিষয়টি আমার জানা নেই আমি খোঁজ নিচ্ছি। তিনি আরো বলেন এ ধরনের টাকা নেওয়ার কোন নির্দেশনা নেই।

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *