ব্রাহ্মণবাড়িয়া. প্রেসঃ- নিজস্ব প্রতিবেদক।ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি হিসাবে যোগদান করেছেন ওসি মোঃ নবীর হোসেন।ওনি এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধায় প্রেসক্লাব বিজয়নগর এর পক্ষ হতে মোঃ আলী আর্শাদকে বিদায় সংবর্ধনার পাশাপাশি নয়া ওসি হিসাবে নবীর হোসেনকে যোগদানের অনুষ্ঠান অনুষ্ঠিত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উক্ত উপজেলার নির্বাহী অফিসার আলী আফরোজ ও বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিদায়ী ওসি আলী আর্শাদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব পালনে, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃনাল চোধুরী লিটন ও সাধারন সম্পাদক মোহাম্মদ জিয়াদুল হক এর পরিচালনায় একে একে বক্তব্য পেশ করেন, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি এড. লোকমান হোসেন, সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক হুসাইন মোহাম্মদ দুলাল, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী , উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক রাসেল খান সহ উপস্থিত সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।