এইচ এম সৈয়দ কাসেম;’ গত ৬ অক্টোবর শনিবার রাতে বাউল চিশতি এক গানের অনুষ্ঠানে বলেন, ‘যারা বলে- মাগো আমি পড়বনা আর ‘হাট্টিমাটিম টিম’ কুরআন থেকে পড়বো আমি ‘আলিফ লাম মীম’, তারা দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী। তাদেরকে কুকুরের মতো ছিঁড়ে ফেলা দরকার’। তাঁর এ বক্তব্য শুনে উত্তপ্ত হয়ে পড়ে পরিবেশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের প্রাণকেন্দ্র কাউতুলি নিয়াজ মোহাম্মদ স্ট্যাডিয়ামে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার শেষ অধিবেশনে গান পরিবেশন করছিলেন বাউল শামসুল হক চিশতি। এসময় এশার নামাজের বিরতি দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে লাগামহীন কথাবার্তা বলতে শুরু করেন।
পবিত্র কুরআনুল কারিমকে অবমাননা করে বাউল চিশতি বলেন, সূরা ফাতেহা শ্রবণ করা এবং আমার গানগুলো শ্রবণ করা সমান কথা।
পরে অনুষ্ঠান শেষে তার গাড়ি আটক করে বিক্ষুব্ধ সাধারণ জনতা। এসময় এলাকাবাসীর সহযোগিতায় জামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্ররা বাউল চিশতিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।”