ব্রাহ্মণবাড়িয়া.প্রেস:- নিজস্ব প্রতিবেদক।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার বিশেষ অভিযানে ১৬ (ষোল) বোতল বিদেশী মদ সহ রাজিব (৩৪) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
১২ অক্টোবর বেলা ১১ঃ৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মিজানুর রহমান, এসআই প্রেমধন মজুমদার এবং এএসআই হিরন কুমার দে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কান্দিপাড়া বাবুর বাড়ির সাথে রাজিবের মালিকাধীন বাড়ি থেকে ১৬ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করে। রাজিবের বাড়ি সদর উপজেলার কান্দিপাড়া বাবুর বাড়ির সামনে।
আটক রাজিবের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।