ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ- বার্তা বাহক।

ব্রাহ্মণবাড়িয়া : নাটাই দক্ষিণ ইউনিয়নের সমালচিত আ‘লীগের (বির্তকিত) নেতা এলেম খাঁন→ “মুরগী বেপারী থেকে হয়ে যান-আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক। এলেম খাঁন সাম্প্রতিক সময়ে ভূমিদস্যু হিসেবে ও অনেক পরিচিত লাভ করেন। 

এমনই একটি ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আজ সবার মুখে মুখে একই গান; চলছে বহু  তোলপাড়। 

এম. শরীফ মাহমুদ এর রিপোর্টঃ-

ব্রাহ্মণবাড়িয়ায় আজ আ‘লীগের রাজনীতি যেন, এলেম খাঁনদের আলাউদ্দিনের চেরাক । রাজনীতির মাঠের ত্যাগী ও রাজপথের আ‘লীগের দুরদিনের রাজনীতিক নেতারা অর্থের অভাবে স্বাভাবিক জীবন যাপন করতেও হিমশিম খেতে হয় সমাজে । আর আ‘লীগের ভিতর অনুপ্রবেশকরা হাইব্রীড (কাউয়ারা) রা আ‘লীগের রাজনীতিতে এসেই‘ যেন‘ পেয়ে যাচ্ছেন, আলাউদ্দিনের চেরাক । তেমনি এক আলাউদ্দিনের চেরাগ ঘষিয়ে অল্পদিনেই‘ বনে যান বহুটাকার মালিক । মুরগী বেপারী থেকে হয়ে যান আওয়ামীলীগ নেতা।  এক সময়ের মুরগী,রাঁতা,হাঁস ও রাজা হাঁস ব্যপারী এলেম খাঁনের উত্তান দেখে অনেকেই হতভাগ । আবার অনেকেই‘ বলছেন, স্বুবিধাবাদী এই এলেম খাঁন রাজনীতিতে এসেই‘ সরকারি জায়গা-জমি দখলে মড়িয়া হয়ে উঠেন। অনেকে থাকে সরকারি জায়গা-জমি দখলের নেশায় আসক্ত ব্যক্তি হিসেবে মন্তব্য করেন।

জানাযায়, মুরগী বেপারী এলেম খাঁনের প্রধান ব্যবসাই ছিল, হাঁস-মুরগী বিক্রিকরা ।  স্থানীয় নাটাই এলাকার অনেকেই এই এলেম খাঁনকে মুরগী বেপারী হিসেবে চিনেন । নাটাই দক্ষিণ ইউনিয়ন আ‘লীগের (বির্তকিত) সাধারণ সম্পাদক এলেম খাঁন সাম্প্রতিক সময়ে ভূমিদস্যু হিসেবে নাটাই এলাকায় স্থানীয় এলাকাবাসীর কাছে সমালোচনায় ব্যাপক উঠে আসেন । স্থানীয় এলাকাবাসীরা জানান, আ‘লীগের রাজনীতিতে জড়িয়ে এলেম খাঁন এলাকায় একটি ভূমিদস্যু সিন্ডিকেট গড়েতুলেন । দীর্ঘদিন ধরেই সরকারি খাস জায়গা-জমি কাগজপত্রের জাল-জালিয়াতির মাধ্যমে দখল বাণিজ্য করে আসচ্ছেন এই প্রভাবশালী সিন্ডিকেটটি।

অন্যদিকে রেলওয়ের ভূ-সম্পত্তিতে অবৈধভাবে বিশাল মার্কেট নির্মাণকরে রেলওয়ের মালিকানার জায়গায়  (১০৮) দোকান কোটা গড়েতুলেন এই এলেম খাঁনসহ তার সহযোগিরা ।  পরে তারা প্রতিটি দোকান বাবদ পাবলিকের কাছে ৩ লক্ষ টাকা করে হাতিয়ে নেন বলে জানান এলাকাবাসীরা । রেলওয়ের এই ভূ-সম্পত্তির জায়গায় অবৈধ দোকান কোটা নির্মাণকরে আনুমানিক পাবলিকের ৩ কোটি ২৪ লক্ষ টাকা হাতিয়ে নেন ভূমিদস্যু এলেম খাঁনসহ স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম ও মাদরাসার অপর এক শিক্ষক ।

স্থানীয় এলাকার ভোক্তভোগী ও গতিগস্থ দোকানীরা জানান, আ‘লীগ নেতা এলেম খাঁনদের কাছ থেকে তারা এই দোকান কোটা নিয়েছেন । তারা বলেছেন, রেলওয়ের কাছ থেকে তারা আজীবনের জন্য লিজ নিয়েছেন । এটির মালিক এখন তারা । এদিকে রেলওয়ের মালিকানাধীন ভূ-সম্পত্তির জায়গায় নির্মাণকরা মার্কেটটি ভ্রাম্যমান আদালতের অভিযানে গুড়িয়ে দেওয়ার পর ক্ষতিগস্থ ব্যবসায়ীরা দিশেহারা হয়ে আছেন । অবৈধ দখলবাঁজ মার্কেট এর মালিক এলেম খাঁনসহ অন্যান্যরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলেও জানান ভোক্তভোগীরা । ক্ষতিগস্থ দোকানীরা অবিলম্বে এলেম খাঁন ও আব্দুস সালামের গ্রেফতারের দাবী জানান তারা  ।

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *