ব্রাহ্মণবাড়িয়া.প্রেস:- মো. আজহার উদ্দিন।ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব দ্রুতগামী আরোহী মোটরসাইকেলের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন(৬০) নামের পথচারী নিহত হয়েছে।

শনিবার (২১ই নভেম্বর) রাত ৯টায় আখাউড়া-বাইপাস সংলগ্ন কোড্ডা ব্রিজির উপর এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা পশ্চিম পাড়ার মৃত আশকর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি ব্রিজের উপর দিয়ে হেঁটে বাড়িতে আসছিল। হঠাৎ করে পিছনের দিকে এসে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর রাস্তায় পড়ে থাকেন। পরে রুহুল আমিনকে স্থানীয়রা এসে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন তাকে মৃত ঘোষণা করেন।

পারিবার সূত্রে জানা যায়, নিহত রুহুল আমিন কোড্ডা বিলে মাছ ধরতে ও বিভিন্ন যায়গায় বিক্রি করতেন। তিনি বিকেলে মাছের টাকার জন্য আখাউড়া ফরহাদ ভূইয়ার মাছের আড়তে যায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুর রহিম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে আরোহী পালিয়ে গেছে। তবে মোটরসাইকেল উদ্ধার করেছি।

তবে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *