ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ- নিজস্ব প্রতিবেদক।  ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে শুক্রবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের মত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দরেও ধর্মঘট চলছে। এতে যাত্রী ও পণ্যবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের পাশাপাশি আশুগঞ্জ বন্দর থেকে হাওরঅঞ্চলের ৬টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে আশুগঞ্জ নদী বন্দরে বিভিন্ন পন্য নিয়ে আটকা পড়েছে শতাধিক মালবাহী কার্গো জাহাজ। বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে কয়েকশ শ্রমিক। যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকায় নৌপথে হাওরঅঞ্চলের কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জে যাতায়াতে যাত্রীদের চরম দূভোর্গের শিকার হতে হচ্ছে।

নেতাদের দাবি, এবার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন না।
ফেডারেশনের ১১ দফা দাবির মধ্যে রয়েছে, নৌপথে চাঁদাবাজি বন্ধ, ২০১৬ সালে ঘোষিত গেজেট অনুযায়ী নৌযানের সর্বস্তরের শ্রমিকদের বেতন প্রদান, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, মালিক কর্তৃক খাদ্য ভাতা প্রদান, নৌযান শ্রমিকদের সমুদ্র ও রাত্রিকালীন ভাতা নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ।

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *