ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ নিজস্ব প্রতিবেদক ।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারিভাবে ২৩ হাজার ২৪ টন বোরো চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এর মধ্যে সিদ্ধ চাল ১৯ হাজার ১’শ ৭৭ টন ও আতব চাল ৩ হাজার ৮’শ ৪৭ টন। চলতি বছরে সিদ্ধ চাল ৩৮ টাকা ও আতব চাল ৩৭ টাকা মূল্য নির্ধারণ করেছে সরকার। রোববার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে উপজেলার আশুগঞ্জ খাদ্য গুদামে এই চাল সংগ্রহ শুরু হয়েছে। এর আগে ২ মে থেকে সারাদেশে চাল সংগ্রহ শুরু হয়। সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। চাল সংগ্রহ উপলক্ষে আশুগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আবু কাউছার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা রাইসমিল ও হাসকিং মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, আশুগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আশুগঞ্জ উপজেলা রাইসমিল মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ, জেলা চালকল মালিক সমিতির সহসভাপতি হাজী মো. সাদেকুর রহমান প্রমূখ।

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *