ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ- নিজস্ব প্রতিবেদক। ইয়াবা কেনা বেচাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরচারতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ, র্যাবসহ আইন শৃঙ্খলাবাহীনির সদস্যরা বিপুল পরিমান কাদানীগ্যাস ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইয়াবা কেনা বেচা নিয়ে চরচারতলা এলাকার হাকির বাড়ির ইদ্রিস মোল্লার ছেলে ইকবালের সাথে একই এলাকার পাত্থর বাড়ির ফজর রহমান মিয়ার নাতি সজিবের সাথে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে হাকির বাড়ির লোকজন ও পাত্থর বাড়ির লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংষর্ষে নেমে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আলম জানান, পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তি সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।