ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ নিজস্ব প্রতিবেদক। 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম ক্যাপ্টেন অবঃ প্রাপ্ত হাজ্বী আব্দুল মান্নান স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা রবিবার (২৫/০২) দুপুরে ধরাভাঙ্গা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলাটি উদ্বোধন করেন ধরাভাঙ্গা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযুদ্ধা মো.জাকির হোসেন, উক্ত খেলায় জয়কালীপুর ক্রিকেট একাদশ বনাম সলিমগঞ্জ দক্ষিন পাড়া ক্রিকেট একাদশ অংশগ্রহণ করেন। জয়কালীপুর ক্রিকেট একাদশ নির্ধারিত ১৮ ওভারে ১৭৩ রান করেন জবাবে সলিমগঞ্জ দক্ষিন পাড়া ক্রিকেট একাদশ ১৮ ওভারে ১৪১ রান করেন,জয়কালীপুর ক্রিকেট একাদশ  ৩২ রানে ব্যাবধানে জয়লাভ করেন। ম্যান অবদ্য সিরিজ হন জয়কালীপুর ক্রিকেট একাদশের খেলায়ার ফরহাদ ও ম্যান অবদ্য ম্যাচ হন, জয়কালীপুর ক্রিকেট একাদশের ফয়সাল। পুরুস্কার বিতরন অনুষ্ঠানে বড়িকান্দি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি লুৎফর রাহমান লাল মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধরাভাঙ্গা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযুদ্ধা মো.জাকির হোসেন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জেলা কামান্ডা সদস্য বীর মুক্তিযুদ্ধা মো.মফিজুল ইসলাম, সাংবাদিক মো.আক্তারুজ্জামান বড়িকান্দি ইউনিয়নের যুবদলের সভাপতি আবুল কালাম, বড়িকান্দি ইউনিয়নের ছাএলীগের সভাপতি পদ প্রাথী মো.আমিনুল ইসলাম আমির,সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ। 

সৌজন্যে বড়িকান্দি ইউনিয়নের জাতীয় পার্টি সভাপতি জয়নাল আবেদিন বাবু।

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *