এস.এম.টিপু চৌধুরী বিজয়নগর॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নরে নিদারবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী মোঃ রবিন (৬) সিএনজি চাপায় গুরুতর আহত হয়েছে। রবিবার সকালে সে স্কুলের আসার পথে দেওয়ান বাজারের দক্ষিণ পাশে রাস্তা পারাপারের সময় সিএনজি চাপা পড়ে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসারর জন্য পার্শ্ববর্তী বাজারে নেওয়ার পর ছাত্রের অবস্থায় গুরুতর দেখে তাৎক্ষনিকভাবে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সিএনজি চাপায় স্কুল ছাত্র আহতের খবর পেয়ে স্থানীয় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষক/শিক্ষিকা এবং স্থানীয়রা বিক্ষোভ করেন। এতে করে হরষপুর-সিঙ্গাবিল এবং হরষপুর-মির্জাপুর সড়কে প্রায় ঘন্টা ব্যাপী সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। ঘটনার সঙ্গে সঙ্গে সিএনজি গাড়ীটি আটক করা হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ মাছুমা আক্তার নিশ্চিত করেছেন। বিক্ষোভ প্রায় ঘন্টা ব্যাপী চলাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সারুয়ার রহমান ভূইঁয়ার উপস্থিত হয়ে বিক্ষোভকারীদেরকে আশ্বস্ত করেন। এবং শিক্ষার্থীদের যার যার শ্রেণি কক্ষে ফিরে যাওয়ার জন্য আহবান জানান।