ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ নিজস্ব পপ্রতিবেদক।ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বজ্রপাতে পল্লী বিদ্যুৎতের এক কর্মী নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পওন ইউনিয়নের বড় পুকুর পাড় এলাকায় এঘটনা ঘটে। নিহত কর্মীর নাম সাইফুল ইসলাম (৩৫)। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বিকেলে জেলার সুহিলপুর পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান সাইফুল ঝড়ের সময় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে খুটির উপর থেকে নিচে পড়ে যায়। এসময় তাকে দ্রুত উদ্বার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।