ব্রাহ্মণবাড়িয়া প্রেসঃ বিশ্বরোড ফল ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় ব্রাক্ষণবাড়ীয়ার শীর্ষ আলেম মুফতী বোরহান উদ্দিন কাসেমীকে কোনো প্রকারের হয়রানি না করার আহবান।

গত ৩১ শে আগষ্ট ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড ফলব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম শীর্ষ আলেমেদ্বীন আশুগঞ্জ সোনারামপুর মাদ্রাসাসহ বেশ কয়েকটি মাদ্রাসার শায়খুল হাদীস, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমীকে জড়ানোর অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার বাদ আসর জেলার উলামায়ে কেরামদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়
জেলার শীর্ষ আলেম আল্লামা আলী আজম সাহেব এর সভাপতিত্বে ব্রাক্ষণবাড়ীয়ার উলামায়ে কেরামদের এক জরুরি পরামর্শ সভা উপস্থিত ছিলেন মাওলানা ইসহাক,
মাওলানা মাহফুজ, মাওলানা জয়নাল আবেদীন বাকাইলি, মাওলানা মাজহারুল হক কাসেমী, মাওলানা মুফিজুর রহমান আসাদী, মাওলানা মইনুল ইসলাম,
মুফতী মোহাম্মদ এনামুল হাসান,
মাওলানা কাউসার মোল্লা, মুফতি মকবুল, মাওলানা শাহিন মোল্লা, মো জাকির হোসেন, মাওলানা নূরুল্লাহ,মাওলানা এমরান হুসাইন, মাওলানা হাফেজ ইসহাক আল মামুন,মাওলানা আহমেদ মুসা প্রমূখ।

উক্ত সভায় বিশ্বরোড ফল ব্যবসায়ী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উলামায়ে কেরামগণ দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।পাশাপাশি মুফতী বোরহান উদ্দিন কাসেমীকে কোনো প্রকারের হয়রানি না করতে সংশ্লিষ্টদের উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বার্তা প্রেরক
মুফতী মোহাম্মদ এনামুল হাসান
০৪/০৯/২০ইং

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *