ব্রাহ্মণবাড়িয়া.প্রেস : ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার কালিসীমা-গোকর্ণ সড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালকের নাম রাকিব মিয়া (১৮)। সে গোকর্ণঘাট এলাকার সামছু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিসীমা-গোকর্ণ সড়কে ইজিবাইকটি শহরের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালকের মৃত্যু হয়। এ সময় ইজিবাইকে থাকা কয়েকজন ৪ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জনান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনাটির তদন্ত চলছে।