ব্রাক্ষণবাড়ীয়ায় আলেম উলামা ও তাবলীগী মুরুব্বী সাথীদের পরামর্শ সভায় বক্তাগণ
কাওমি মাদ্রাসা – আলেম উলামা – তাবলীগ এক ও অভিন্ন।
ব্রাক্ষণবাড়ীয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামীয়া ইউনুসিয়া মাদ্রাসার মাদানী ছাত্রাবাসে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলার অন্যতম শীর্ষ আলেম আল্লামা মুনিরুজ্জামান সিরাজির সভাপতিত্বে জেলার শীর্ষ পর্যায়ের উলামায়ে কেরাম ও তাবলীগী মুরুব্বি ও সসাথীদের এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পরামর্শ সভায় তাবলীগের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা করতে গিয়ে বক্তাগণ বলেন, পূর্বের যেকোনো সময় হতে বর্তমানে তাবলীগের প্রয়োজনীয়তা আরো বেশি। তাবলীগের মেহনতের বদৌলতে আজ সাধারণ মানুষ ইসলামের ছায়াতলে আসছে। দ্বীন শিখতে পারছে। কিন্তু তাবলীগের মাধ্যমে দিনদিন ইসলামের উন্নতিতে কিছু মানুষের গাত্রদাহ শুরু হয়ে গেছে, যার কারনে তারা আজ বিভিন্নভাবে তাবলীগকে প্রশ্নবিদ্ধ করতে এবং তাবলীগ থেকে আলেমসমাজকে দূরে রাখতে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে।
সভায় বক্তাগণ আলেম উলামা, তাবলীগী সাথী ও মুরুব্বীদের এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানানো হয়। বক্তাগন বলেন কাওমি মাদ্রাসা ও আলেম উলামা থেকে’ই বর্তমান তাবলীগী ব্যবস্থার উৎপত্তি। কাওমি মাদ্রাসা, আলেম উলামা ও তাবলীগ এক ও অভিন্ন।কোন ব্যক্তি বিশেষ নয় তাবলীগ চলবে তার মূল উসুলের উপর।
সভায় ব্রাক্ষণবাড়ীয়া জেলায় তাবলীগের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী ( দা:বা:) ও আল্লামা মুনিরুজ্জামান সিরাজি (দা: বা:)কে উপদেষ্টা করে একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়। দারুল উলুম দেওবন্দ এবং দেশের শীর্ষ আলেম উলামা তাবলীগের বিষয়ে যে দিকনির্দেশনা প্রদান করবে সে মোতাবেক ব্রাক্ষণবাড়ীয়ার তাবলীগের মার্কাজ পরিচালিত হবে সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে আল্লামা মুনিরুজ্জামান সিরাজি, মুফতি মুবারকুল্লাহ, আল্লামা সাজিদুর রহমান, মাওলানা শামছুল হক ছাতিয়ানী,মুফতি আব্দুর রহীম কাসেমী, এবং তাবলীগী সাথী ও মুরুব্বীদের মধ্যে মাওলানা মুনির হোসেন,মাষ্টার রফিক সাহেব,হাফেজ মাওলানা আসাদ,মাওলানা আনিছুর রহমান, হাজ্বী সেলিম ও মাওলানা হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বার্তাপ্রেরক
মুফতী মোহাম্মদ এনামুল হাসান।