ব্রাহ্মণবাড়িয়া. প্রেস:- মো. আজহার উদ্দিন। ব্রাহ্মণবাড়িয়ায় আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধিদের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প সম্পূর্ণ হয়েছে।
গতকাল (রবিবার) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মা ও শিশুদের চিকিৎসা সেবা দেন ডা. বোসরা সিকদার। স্থানীয় আল-মদিনা ওষুধ কোম্পানির প্রতিনিধি জহিরুল হক জানান, ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা প্রসূতি মা ও শিশুদের চিকিৎসা দেন ৩৯তম বিসিএস ক্যাডারে নিয়োগপ্রাপ্ত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. বোসরা সিকদার। তিনি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
চিকিৎসা নিতে আসা রোগীরা মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানান। চিকিৎসক ডা. বোসরা সিকদার জানান, এরকম একটি সেবার আয়োজনে উপস্থিত সবাইকে সাধ্যমতো সেবা দিতে পেরে আমি খুবই আনন্দিত। চিকিৎসা সেবা নিতে আসা সবার নিকট তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ফ্রী মেডিক্যাল ক্যাম্পটি আয়োজন করেন সুলতানপুর সুপরিচিত খাজা ফার্মেসী স্বত্বাধিকারী ফার্মাসিস্ট রফিকুল ইসলাম। ফ্রী মেডিক্যাল ক্যাম্পটি সার্বিক ভাবে সহযোগিতা করেন আল- মদীনা ফার্মাসিটিউক্যাল, এসকেএফ ফার্মাসিটিউক্যাল ও অনির্বাণ মেডিসিনাল ইন্ডাস্ট্রিজ। ওই সময় এসকেএফ এর প্রতিনিধি সাদেক মিয়া ও অনিবার্ণের আর.এস.এম মাসুদ খান উপস্থিত ছিলেন।