ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ নিজস্ব সংবাদাতা।ব্রাহ্মণবাড়িয়ায় ঐক্যফ্রেন্টর ১২ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনীর। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবন থেকে তাদের আটক করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মো. ইসমাইলের নেতৃত্বে অভিযানে পুলিশ ও বিজিবি অংশ নেন।

আটককৃতরা হলেন- জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এবিএম মোমিনুল হক, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি অথৈ মোল্লা, ছাত্রদল নেতা হৃদয়, জেলা জাসাস নেতা শাহিন।

ঐক্যফ্রন্ট প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, প্রচার কাজের জন্য দলীয় নেতাকর্মীরা বাসায় আসলে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। তাকে নির্বাচন থেকে দূরে সরাতেই, নেতাকর্মীদের মনে আতঙ্ক সৃষ্টি করতেই এই অভিযান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি সাহেব ১২ জনকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন,  গোপন সংবাদ পেয়ে যৌথবাহিনী শ্যামলের বাড়িতে অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে ককটেলসহ বিভিন্ন জিনিস উদ্ধার করেন। 

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *