ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ নিজস্ব প্রতিবেদক।ব্রাহ্মণবাড়িয়া শাখার স্বপ্নের দোকান এর উদ্দ্যোগে,  পথ শিশুদের মাঝে বিনা পয়সায় ঈদের নতুন জামা কাপড় বিতরন হয়।

ব্রাহ্মণবাড়িয়া শাখার দায়িত্বরত জান্নাত রায়হানা, অনাথ  অসহায় শিশুদের মাঝে, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এর মাঝে বিনা পয়সায় ঈদের নতুন জামা বিক্রি করেছে।

“স্বপ্নের দোকান” এর নতুন রুপে এই আয়োজিত আয়োজন পালিত হয় ব্রাহ্মণবাড়িয়াসহ সারা বাংলাদেশে মোট ১২ টি শাখায়। পথ শিশুদের মাঝে বিনা পয়সায় ঈদের নতুন জামা কাপড় কেনাবেচা  করেছেন, স্বপ্নের দোকানের লোকেরা।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিটা পথশিশু ঈদে নতুন জামা পড়বে, এইলক্ষে তাদের এই আয়োজন। অসহায় অনাথ শিশু হতে শুরু করে মধ্যবিত্ত পরিবারের পর্যন্ত,  প্রতিটা শিশুই বিনা পয়সায় তাদের পছন্দের মতো ঈদের জামা কেনাকাটা করে।

জান্নাতের এই আকস্মিক আয়োজনকে উৎসাহ জানাতে, ব্রাহ্মণবাড়িয়ার অনেক বিশিষ্টজন উপস্থিত হয় “স্বপ্নের দোকানে”। ব্রাহ্মণবাড়িয়া শাখার দায়িত্বরত জান্নাত রায়হান, এই ব্রাহ্মণবাড়িয়াতে দীর্ঘ দিন যাবত পথ শিশুদের নিয়ে কাজ করছেন। আজ বন্ধুদের নিয়ে পথশিশুদের মাঝে কেনাকাটায় বসলেন ব্রাহ্মনবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্মে। এখানে উপস্থিত ছিলেন সময় টিভির সাংবাদিক, চ্যানেল 24 এর সাংবাদিক, কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার সাংবাদিকসহ আরো অনেকজন।

উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট শিক্ষা অনুরাগী, Ideal Residential School @ College এর প্রিন্সিপাল→ লেখক সোপানুল ইসলাম সোপান। ওনি বলেন শহরের ছিন্নমূল শিশুরা ঈদে→ জাকাত, ফিতরাসহ বিভিন্ন সহায়তা পায় । কিন্তু শপিং এর জন্য কেনাকাটা করার মতো টাকা-পয়সা, তাদের ভাগ্যে একদমই জুটে না। আমি প্রশংসা করি “স্বপ্নের দোকান” এর এই সুন্দর একটি ভূমিকার জন্য। তারা জামা কাপড় বিক্রি করছে কিন্তু বিনিময় কোন টাকা-পয়সা নিচ্ছেনা।

 

উপস্থিত ছিলেন Dream For Disability Foundation এর প্রতিষ্ঠাতা Monna Aziz. ওনি বলেন স্বপ্নের দোকানের শর্ত একটাই→ যাহারা  ক্রেতা অসহায় দরিদ্র শিশু শুধু তাদের জন্য। জামা পছন্দ হলো কিন্তু টাকার জন্য কেনাকাটা করতে পারবেনা তা কেমন করে হয়! তাদের সরাসরি উপস্থিত থাকতে হবে। শিশুটির মন যাতে খারাপ না হয় তার পছন্দ অনুসারে যে কোন জামা কাপড় নিতে পাড়বে। আমি মুগ্ধ এমন একটি সুন্দর আয়োজনে উপস্থিত থাকতে পেড়ে। ধন্যবাদ জানাই, “স্বপ্নের দোকান” ব্রাহ্মণবাড়িয়া শাখার দায়িত্বে থাকা জান্নাত  রায়হানাকে।

জান্নাত এর উদারতা প্র্রেরণা এই সুন্দর আয়োজনটিকে উৎসাহ জানাতে, স্বপ্নের দোকানে উপস্থিত হন ব্রাহ্মণবাড়িয়া অনেক বিশিষ্ট জন।

সার্বিক সহযোগীতায় ছিলেন সহকারী পুলিশ সুপার সোনিয়া পারভিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *