ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ- উপমহাদেশের প্রখ্যাত সুরসাধক বিশ্ববিশ্রুত রাগ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চাঙ্গ সঙ্গীত প্রতিযোগিতার মধ্যদিয়ে ২ দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহ-সভাপতি আল মামুন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্পাদক আব্দুল মান্নান সরকার, যুগ্ম সম্পাদক মনজুরুল আলম, কবি জয়দুল হোসেন প্রমূখ। পরে প্রতিষ্ঠানের শিল্পীদের মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সূধীজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর তিনি ভারতের মাইহারে মৃত্যুবরণ করেন।