ব্রাহ্মণবাড়িয়া.প্রেস:- মোঃ: আজহার উদ্দিন। জেলায় নতুন ১৪জন করোনা ভাইরাসে আক্রান্ত ও নতুন ১০জন সুস্থ হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ১৯১৯জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩০ই জুলাই) রাত সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন অফিস সূত্রে শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ২৫ ও ২৬ই জুলাই এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবের ১৭৭টি রিপোর্টে নতুন ১৪জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে জানান জেলা সিভিল সার্জন অফিসের দায়িত্বরত চিকিৎসক ডা. সানজিদা আক্তার।

গত ৩০ই জুলাই রাতের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১০জন, নবীনগর উপজেলায় ০২জন, আখাউড়া উপজেলায় ০১জন ও নাসিরনগর উপজেলায় ০১ শনাক্ত হয়েছে। সদর উপজেলার নতুন ১০জন সুস্থ হয়েছে।

সর্বশেষ গতরাতের রিপোর্ট পর্যন্ত জেলায় ১৯১৯জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬৪৭জন, আখাউড়া উপজেলায় ১৭৩জন, বিজয়নগর উপজেলায় ৬০জন, নাসিরনগর উপজেলায় ৮২জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৪৪জন, নবীনগর উপজেলায় ৩২৭জন, সরাইল উপজেলায় ১০৮জন, আশুগঞ্জ উপজেলায় ১৫২জন ও কসবা উপজেলায় ২২৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।

এখন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ১২০৯জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৫জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৬৭১জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১৪০৮৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১৩৬০৭ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১৯১৯জন আক্রান্ত হয়েছে৷

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *