ব্রাহ্মণবাড়িয়া.প্রেস: মোঃ আজহার উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া নতুন ১৪জন করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় ১৯৩৮জন করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন৷

ব্রাহ্মণবাড়িয়ায় ২৩৫৯জনের শরীরে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ও ৪১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার (৬ই সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান। গত রবিবার রাতের রিপোর্টে জেলায় নতুন ১৪জন সুস্থ হয়েছে। যার মধ্যে কসবা উপজেলায় ১১জন ও বিজয়নগর উপজেলায় ০৩জন সুস্থ হয়েছে।

সর্বশেষ রিপোর্ট পর্যন্ত জেলায় ১৯৩৮জন সুস্থ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬৭০জন, আখাউড়া উপজেলায় ১৭১জন, বিজয়নগর উপজেলায় ৭৪জন, নাসিরনগর উপজেলায় ৮৬জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১১৬জন, নবীনগর উপজেলায় ৩৩২জন, সরাইল উপজেলায় ১০৫জন, আশুগঞ্জ উপজেলায় ১৫৬জন ও কসবা উপজেলায় ২২৮জন সুস্থ হয়েছে।

সর্বশেষ রবিবারের রিপোর্ট পর্যন্ত জেলায় ২৩৫৯জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৮৬৮জন, আখাউড়া উপজেলায় ১৯৯জন, বিজয়নগর উপজেলায় ৭৮জন, নাসিরনগর উপজেলায় ১০২জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬২জন, নবীনগর উপজেলায় ৩৮৭জন, সরাইল উপজেলায় ১১৭জন, আশুগঞ্জ উপজেলায় ১৯১জন ও কসবা উপজেলায় ২৫৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ রিপোর্ট পর্যন্ত জেলায় ৪১জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১২জন, আখাউড়া উপজেলায় ১০জন, বিজয়নগর উপজেলায় ০২জন, নাসিরনগর উপজেলায় ০১জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩জন, নবীনগর উপজেলায় ১১জন, সরাইল উপজেলায় ০১জন ও কসবা উপজেলায় ০১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

এখন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ১৯৩৮জন সুস্থ হয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪১জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৩৯৪জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১৭১৮৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১৭০৫৯জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ২৩৫৯জন আক্রান্ত হয়েছে৷

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *