ব্রাহ্মণবাড়িয়া.প্রেস:- মোঃ আজহার উদ্দিন।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ০৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় নতুন ৬৯জন সুস্থ হয়েছে।
গত ২৪ ঘন্টাসহ এখন পর্যন্ত জেলায় ১৯৫১জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
বুধবার (৫ই আগস্ট) রাত সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৯ই জুলাই এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবের ৪০টি রিপোর্টে নতুন ০৪জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে জানান জেলা সিভিল সার্জন অফিসের দায়িত্বরত চিকিৎসক ডা. সানজিদা আক্তার।
গত ২রা আগস্ট রাতের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ০৪জন শনাক্ত হয়েছে। জেলায় নতুন ৬৯জন সুস্থ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৩জন, আখাউড়া উপজেলায় ১৫জন, আশুগঞ্জ উপজেলায় ১৪জন, নাসিরনগর উপজেলায় ১০জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৭জন ।
সর্বশেষ গতরাতের রিপোর্ট পর্যন্ত জেলায় ১৯৫১জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬৬৭জন, আখাউড়া উপজেলায় ১৭৪জন, বিজয়নগর উপজেলায় ৬১জন, নাসিরনগর উপজেলায় ৮২জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৪৭জন, নবীনগর উপজেলায় ৩৩৩জন, সরাইল উপজেলায় ১০৮জন, আশুগঞ্জ উপজেলায় ১৫৩জন ও কসবা উপজেলায় ২২৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ১৩৬০জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৬জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৬২০জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১৪৩৬৪জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১৩৮৭২ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১৯৫১জন আক্রান্ত হয়েছে৷