ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ রিপোর্ট।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের একদিন পর আরিফ (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কান্দাপাড়া এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আরিফ ঐ এলাকার আলামিন মিয়ার ছেলে ও কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র। শুক্রবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো একই এলাকার মুর্শেদ ও সাগর। পুলিশ জানায়, বেশ কিছুদিন আগে প্রতিবেশী মুর্শেদ নিহত আরিফের বাড়ি থেকে ৩০ হাজার টাকা চুরি করে। পরে গ্রাম্য শালিসের মাধ্যমে সে টাকা ফেরৎ দেয়। এই ঘটনার পর থেকে আরিফসহ তার পরিবারের সদস্যরা মুর্শেদকে দেখলে প্রায়ই চোর বলে গালমন্দ করত। এতে সে ক্ষুব্ধ হয়ে শিশু আরিফকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে যায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন চৌধুরী জানান, আরিফ হত্যার ঘটনায় মূলহোতা মুর্শেদ ও তার সহযোগি সাগরকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।