ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ নিজস্ব প্রতিবেদক। ঈদের আগেই আনন্দ আমেজ এই এমনি এক ব্যতিক্রমী মিলনমেলায় ড্রীম ফর ডিসএ্যাবিলিটি  ফাউন্ডেশন এর উদ্যোগে  ১৫৭জন প্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

পৌর মেয়র মিসেস নায়ার কবীর এর সভাপতিত্বে ব্যতক্রমী মিলনমেলার আয়োজিত অনুষ্ঠানটি হয়, ব্রাহ্মণবাড়িয়া পাইকপাড়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণের খোলা চত্বরে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম,পিপিএম।

সংগঠনের উপদেষ্ঠা ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সোপানুল ইসলাম। উপাধ্যক্ষ জসীম উদ্দিন বেপারী, সমাজসেবী মুক্তিখান, এই ব্যতিক্রমী        অনুষ্টানটিকে স্বার্থক করার জন্য ছিলেন বেপরোয়া। সংগঠনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না সকলকে স্বাগত জানিয়ে উন্মুক্ত মনে সমাজের প্রতিবন্ধী জনগোষ্টীকে সবার সঙ্গে মিশিয়ে দিতে ছিল তার অফুরন্ত ব্যকুলতা।জ্ঞান বুদ্ধিতে যাদের বিচরণ আপন ভূবনে তারাও এক অপরের সাথে মিলে জড়ো হয়েছে এই আনন্দ  ব্যতিক্রমী মিলনমেলায়। ঈদ মানে আনন্দ আর এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী সংগঠন ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন এর আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

সমাজে যারা সবার মতো নয়, জীবন যাত্রায় সুবিধায় প্রাপ্তিতে যারা কম সৌভাগ্যবান তাদের মুখে হাসি ফুটানোর জন্যই ছিল তাদের এই ব্যতিক্রম মেলার আয়োজন। একে অপরের হাতে হাত ধরে মিলিত হয়েছে এই অনুুুুষ্ঠানে। এমনই শতাধিক প্রতিবন্ধীদের মিলনে অন্যরকম উৎসব আমেজ ছিল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর খোলা চত্বরে। সমাজের প্রতিবন্ধী জনগোষ্টীর এই অংশগ্রহণ অনুষ্ঠানকে করেছে আলোকময়। ঈদের প্রাক্কালে এমন’ই ব্যতক্রমী এই মিলনমেলার আয়োজিত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিদের মাঝে- সাংবাদিক আল আমীন শাহীন, সাাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, সাংবাদিক আ. ফ. ম কাউসার এমরান, সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী, সাংবাদিক জহির রায়হান, সাংবাদিক নাসির উদ্দিন।

By khobor

One thought on “ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রমী মিলনমেলায় আয়োজনে Dream For Disability Foundation এর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ (ভিডিও)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *