ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ- নিজস্ব প্রতিবেদক।  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহ্যবাহী খড়মপুর কেল্লা শহীদ (রাঃ) এর মাজারে জিয়ারত করতে আসা গৃহবধূ  কে জোড় পূর্বক ধর্ষণের অভিযোগ!

আখাউড়া খড়মপুরে, সূদুর নওগাঁ জেলা থেকে আসা জেসমিন আক্তার (২৫) নামে গার্মেন্টস কর্মী এক গৃহবধূ  কে জোড় পূর্বক ধর্ষণ করার অভিযোগে- মোঃ রাজু আহম্মদ (৩০) নামে এক যুবক কে গ্রেফতার করেছে অত্র থানা পুলিশ। গ্রেফতার রাজু উপজেলার দক্ষিণ ইউপির নুরপুর গ্রামের লামার বাড়ীর বাসিন্দা হামদু মিয়ার ছেলে। এর আগে আজ শনিবার সকালে ধর্ষিতা গৃহবধূ নিজে বাদী হয়ে অত্র থানায় মামলা দায়ের করলে অত্র থানার এসআই দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে দুপুর ২ঃ৩০ মিনিটে অত্র ইউপির কুড়িপাইকা এলাকা থেকে অভিযুক্ত রাজু কে গ্রেফতার করে। ধর্ষণের স্বীকার গৃহবধু জেসমিন আক্তার কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানা গেছে, জেসমিন আক্তার  ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরি করেন। গতকাল শুক্রবার রাতের ট্রেনে খড়ম পুর মাজার জেয়ারতের উদ্দেশ্যে আখাউড়ায় আসার সময় ট্রেনেই পরিচয় হয় ধর্ষক রাজুর সাথে। এরপর আখাউড়া স্টেশনে  নেমে রাতের বেলায় সঠিকভাবে খড়মপুর যাওয়ার রাস্তা চিনতে পারছিলেন না। তখন ধর্ষক রাজু তার দূর্বলতার সুযোগ নিয়ে জেসমিন কে বলেন, তার কাছে ভালো পীর ও কবিরাজ আছে সেখানে তাকে একই ইউপির আব্দুল্লাপুর মোশাররফ মিয়ার বাড়িতে নিয়ে যায়। তখন জেসমিন কে ভয়ভীতি প্রদর্শন পূর্বক জোড় করে রাতভর ধর্ষন করে সকালে তাকে একা ছেড়ে দেওয়া হয় । পরে গৃহবধূ জেসমিন আখাউড়া থানায় উপস্থিত হয়ে ধর্ষণ মামলা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রসুল আহমেদ নিজামী বলেন, তদন্ত পূর্বক  যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে। আসামি রাজুকে আটক করা হয়েছে। 

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *