ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ রিপোর্ট। মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ও মর্যাদা সহ অন্যান্য সুযোগ সুবিধা বরাদ্দ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও আস্থা প্রকাশের উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়ায় সর্বস্থরের মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সম্মন্বয় পরিষদের উদ্যোগে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সেনানায়ক মেজর জেনারেল (অব:) সায়ীদ আহমেদ,বীর প্রতিক। এতে প্রধানবক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াদ-উদ-দৌলা খাঁন সহ অন্যান্যরা। সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যাক মুক্তিযোদ্ধা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।