ব্রাহ্মণবাড়িয়া.প্রেস:- মোঃ আজহার উদ্দিন।ব্রাহ্মণবাড়িয়া আনন্দবাজার শুটকির আড়ত থেকে শিদল শুটকি চুরি করতে গিয়ে দুই চোরকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার (৫ই আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আড়তদার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে নারায়নশাহ শুটকির আড়তে চুরি করতে গিয়ে রুবেল(২১) ও শিপন(৩০) নামের ২চোর ১০কেজী শিদল শুটকি(পুটিমাছ) নিয়ে হাতেনাতে আটক হয়। তখন তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেন আড়তের মালিক নারায়ন শাহ। ২চোরের বিরুদ্ধে একাধিক বার আড়ত থেকে শিদল শুটকি চুরির অভিযোগ পাওয়া গেছে।

আটক রুবেল শহরের কালাইশ্রীপাড়া জাহের আলী ও শিপন একই এলাকার মৃত গোপাল পালের ছেলে।

আনন্দবাজার বাজার কমিটির সভাপতি বাবুল মিয়া বলেন, গতরাতে কারখানা ঘাট নারায়শাহ শুটকির আড়তে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন রুবেল ও শিপন। তারপর রাতেই ওই ২চোরকে পুলিশে কাছে সোপর্দ করি।

সদর মডেল থানার এএসআই আছহাব উদ্দিন চুরির ঘটনা নিশ্চিত হয়ে জানান, কারখানা ঘাট থেকে হাতেনাতে শুটকিসহ আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১০কেজী শিদল শুটকি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য যে, ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগরের তিতাস পাড়ের গ্রামগুলো এবং আশুগঞ্জ ও নাসিরনগর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী গ্রামগুলোর শুটকির খ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে। দেশের বিভিন্ন এলাকার চাহিদা পূরণ করে এখানকার শুটকি রপ্তানি হচ্ছে বিদেশে। কোনও প্রকার রাসায়নিক উপাদান মেশানো ছাড়া ফরমালিনমুক্ত দেশি প্রজাতির মাছ থেকে এ শুটকি উৎপাদন করায় এর স্বাদ হয় আলাদা। তাই এই শুটকির কদরও রয়েছে দেশ-বিদেশে। প্রতি বছরই এখান থেকে বিদেশে রপ্তানি হয় শত কোটি টাকার শুটকি। জেলার শিদল শুটকি চাহিদা যেমন বেশি, তেমন যথেষ্ট সুনামও রয়েছে এই শুটকির।

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *