ব্রাহ্মণবাড়িয়া.প্রেস রিপোর্টঃ- ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে শহরের মেড্ডা এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত গৃহবধূর নাম রজিনা বেগম(৩৫)। সে দুই সন্তানের জননী। নিহতের স্বজনের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হত। আজ সকালে নিহত গৃহবধু ঘুম থেকে না উঠায় পরিবারের অন্য সদস্যরা তার ঘরে গিয়ে ডাকা ডাকি করে। পরে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ দেখতে পায়। পরিবারের লোকজন জেলা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরো জানান ঘটনার পর থেকেই নিহতের স্বামী রফিক মিয়া তার দুই সন্তানকে নিয়ে পলাতক রয়েছে।