ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ- বার্তা প্রেস→
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় আহত সাবেক ছাত্রলীগ নেতা অনিক পাল মারা গেছেন।
শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে সে মারা যায়। অরিন্দম পাল এর নির্মম মৃত্যুর ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাক্ষণবাড়িয়া জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।
গত ২২ ফেব্রুয়ারি রাতে পৌর এলাকার পূর্ব পাইকপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। নিহত অনিক পাল পূর্ব পাইকপাড়ার অসীম পালের ছেলে। ২২ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন অরিন্দম পাল অনিক। আট দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে মারা যান। দুপুরে জেলা সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. সেলিম উদ্দিন ভূঁইয়া জানান, অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।