ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ-  নিজস্ব প্রতিবেদক।  ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন ৩১র্মাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে আজ বৃহস্পতিবার।  

সামনের দরজায় কড়া নাড়ছে উপজেলা নির্বাচন। বিএনপি নেই ভোটে, শুধু আওয়ামীলীগ মাঠে।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে আজ ১৪ই র্মাচ ছিল প্রতীক বরাদ্দের শেষ দিন। উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উৎকন্ঠায় ভোগছে জনগন। নির্বাচন ঘনিয়ে আসলেও এলাকায় এখনো নেই কোন নির্বাচনী উত্তাপ।

এবারে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ২ জন নির্বাচনী মাঠে রয়েছেন।

সদর উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে মাঠে নেমেছেন রাজনীতিবিদ ও উপজেলা আওয়ামী লীগ সধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

অপরদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে, বর্তমান সুলতান পুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফিরোজুর রহমান ওলিও শক্তবস্থানে আছেন। অন্যদিকে ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীক পেয়েছেন কাউছার মোল্লা।

ভাইস-চেয়ারম্যান পুরুষ পদে ব্রাক্ষণবাড়িয়ার বৃহত্তর মেড্ডার ১ ও ২নং ওয়ার্ডের জনপ্রিয় ব্যক্তি এলাকার কৃতিসন্তান ও ২নং ওয়ার্ডের তিনবার নির্বাচিত সাবেক সফল কাউন্সিলর। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগের শিল্প বিষয়ক সম্পাদক- হাজী শেখ মোঃ মহসিন (মাইক), জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মহসিন মিয়া (টিওবোয়েল) , মোঃ লোকমান হোসেন (চশমা), আহমেদুল কবীর (তালা) ও মুরদুল আবেদীন (বই) প্রতীক নিয়ে মাঠে লড়ছেন।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত ও পদ্বফুল প্রতীক নিয়ে রীনা আক্তার।

তবে এ নির্বাচনকে নিয়ে জনমনে তেমন কোন উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে না। উপজেলা বাসীর মতে এবার উপজেলা চেয়ারম্যান পদে লড়াই হবে ত্রিমুখী। ও মহিলা ভাইস চেয়ারম্যাম পদে দ্বিমুখী।

         উপজেলা নির্বাচনকে নিয়ে জনগণের মাঝে উৎসাহ উদ্দীপনা না দেখা গেলে ও দলীয় নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। 

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *