ব্রাহ্মণবাড়িয়া.প্রেসঃ নিজস্ব প্রতিবেদক।ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পুলিশের সঙ্গে ‘কথিত বন্দুকযুদ্ধে’ আমির খা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ স্টিল সেতুর কাছে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত আমির জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নয়টি মাদক ও একটি হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে আখাউড়া থানায়।নিহত আমির উপজেলার চানপুর গ্রামের মৃত সুরুজ খা’র ছেলে।

পুলিশের দাবী এ ঘটনায় আখাউড়া থানা পুলিশের ১ এএসআই ও ২ জন কনস্টেবল আহত হয়েছে। তাদেরকে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, রাতে বনগজ স্টিলসেতু এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমির ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় তার সহযোগীদের গুলিতে’ই মারা যান আমির। 

             পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি কার্তুজ, একটি রামদা, দুটি বড় ছোরা, ১০ কেজি গাঁজা ও আট বোতল স্কফ সিরাপসহ উদ্ধার করেন।

By khobor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *