ব্রাহ্মণবাড়িয়া প্রেসঃ বার্তা রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য পাস পেলেন না ব্রাহ্মণবাড়িয়ার মূল ধারার অনেক সাংবাদিক।এ নিয়ে সাংবাদিকদের মহলে বিশাল ক্ষোভের সৃষ্টি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার দুই তৃতীয়াংশ সাংবাদিক বৈধ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ঘোষিত নীতিমালা অনুযায়ী যথাসময়ে আবেদন করেও পাশ না পাওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সূত্র জানায়, জেলার ৬টি আসনের ৮টি উপজেলার মোট ১৮৮ জন সংবাদকর্মী নির্বাচন কমিশনের নীতিমালা অনুসরণ করে যথাসময়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নিকট আবেদন করেন। এর মধ্যে মাত্র ৩৪ জনকে পাশ প্রদান করা হয়েছে। এছাড়া জেলায় কর্মরত গনমাধ্যমকর্মীদের মধ্যে নিউজ 24, ডিবিসি, দীপ্ত টেলিভিশন, বিজয় টিভি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধিদের এবং দৈনিক নয়াদিগন্ত, দৈনিক মানবকণ্ঠ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক দিনকাল, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকাসহ আরো অনেক জেলা প্রতিনিধি রয়েছেন। কোন উপজেলায় প্রথম আলো, দৈনিক যুগান্তর ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধিসহ আরো অনেকেরই পাশ প্রদান করা হয়নি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি বলেন বিধি মোতাবেক আবেদন করার পর সাংবাদিকদের পাস না দেয়ার বিষয়টি দু:খজনক। এতে সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু বলেন আবেদনের দুই তৃতীয়াংশ সাংবাদিককে পাস না দেয়ার বিষয়টি নজিরবীহিন। এই আচরন স্বাধীন গনমাধ্যম ও স্বাধীন মত প্রকাশের পরিপন্থি।